ভালবাসি তোমায় বলব না-তপু

রাত্রে বাস জার্নির জন্য মোবাইলে কিছু গান লোড করার সময় প্রথম বার এই গানটা শোনলাম, বেশ আপন মনে হল। অনেক জায়গায় মিলে যায় আমার সাথে। তাই কোন রকম ভাবে কথা গুলো লিখে নিলাম।

[গানের কথা গুলো শোনে লেখা, তাই কাঠামোগত শুদ্ধতা আশা করবেন না]

ভালবাসি তোমায় বলব না
মনে আছ তুমি বলব না
সত্যি যদি হয় ভালবাসা
এসব কিছুই বলা লাগে না
দুঃখ পেলে তুমি কাঁদ, আনন্দে হাস
যদি কাও কে ভালবাস, বল না কিছু হায়
ভালবাসি তোমায় বলব না

চেয়ে ছিলে সাদা ফুল দিয়ে ছিলাম তা
নিয়ে চলে গেলে কিছুই বললে না
ভেবনা পেয়েছি দুঃখ মনেতে
ভেবনা পেয়েছি আঘাত
মনে আছে আজ তুমি বলেছিলে ভালবাসাতে দিয়ো না ধন্যবাদ
ভালবাসি তোমায় বলব না
মনে আছ তুমি বলব না

কেঁদে ছিলে তুমি দিয়েছি সান্ত্বনা
হাত ধরার আমার এটাই ছলনা
আজকাল একদমই কাঁদ না
হয় না ধরা হাত
স্বপ্ন দেখি কাঁদছ তুমি আছ, না দেখবনা তা
ভালবাসি তোমায় বলব না

ভালবাসি তোমায় বলব না
মনে আছ তুমি বলব না
সত্যি যদি হয় ভালবাসা
এসব কিছুই বলা লাগে না
দুঃখ পেলে তুমি কাঁদ, আনন্দে হাস
যদি কাও কে ভালবাস বল না কিছু হায়

One thought on “ভালবাসি তোমায় বলব না-তপু

  1. অনেক ভালো লাগলো। "বন্ধু ভাবো কি?" অ্যালবামের প্রায় সব গানই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *